মো: মাহাবুবুর রহমান
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহিদুল ইসলাম মন্টু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, মহিদুল ইসলাম মন্টু বগেরগাছি বাজারে আসেন। সেখান থেকে ইউনিয়ন পরিষদে কয়েকটি কাগজে স্বাক্ষর করতে গেলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে নিয়ে আসে।কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪