মোঃ আব্দুল বারীঃ
গতকাল ৫ জানুয়ারী রবিবার গাজীপুরের কালিয়াকৈর নারী গার্মেন্স শ্রমিক নির্যাতনের বিচার চেয়ে থানায় অভিযোগ করেছেন পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ফারইস্ট নীটিং এন্ড ডাইং ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের এক নারী শ্রমিক। তার নাম মোছাঃ মুক্তা আক্তার। তিনি বিগত ৭বছর যাবৎ উক্ত কারখানায় সিনিয়র অপারেটর হিসেবে কাজ করে আসছেন। কালিয়াকৈর থানার অভিযোগ পত্রের বিবরণ মোতাবেক তাঁর কারখানায় যোগদান তারিখ ০৪/০২/২০২১৮ইং এবং কারখানার আইডি কার্ড নং-০২৭২৬২।
থানা অভিযোগ পত্রের সুত্র অনুযায়ী জানা যায় যে, উক্ত নারী শ্রমিক মোছাঃ মুক্তা আক্তার গত ০৪/০২/২০২১৮ইং তারিখে যোগদানের পর থেকেই কারখানার নির্ধারিত পাওনা ছুটি ছাড়াও অতিরিক্ত ছুটি কাটানোর অপবাদে তাঁর বিরুদ্ধে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান (এ্যাডমিন ম্যানেজার)’র গত ১৯/১২/২০২৪ইং তারিখের স্বাক্ষরিত একটি সাসপেনশন লেটার প্রদান করার পর গত ০২/০১/২০২৫ইং তারিখে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের মাধ্যমে শালিশি প্রক্রিয়ার চুরান্ত প্রতিবেদন কারখানার হেড অফিসে পাঠানো হয়। এবং গত ০৪/০১/২০২৫ইং তারিখে উক্ত নারী শ্রমিক মোছাঃ মুক্তা আক্তারকে মোবাইল ফোনে অফিসে ডেকে নিয়ে জোড়পূর্বক রিজাইন পত্রে স্বাক্ষর করানোর চেষ্টা করেন কারখানার উৎপাদন কর্মকর্তা পিএম মোঃ মোহসিন এবং ফ্লোর ইনচার্জ মোঃ হামিদুল ইসলাম, ওয়েল ফেয়ার অফিসার মোছাঃ সোনিয়া আক্তার, (এ্যাডমিন অফিসার) মোঃ মাহফুজ আহম্মেদ এবং এ্যাডমিন ম্যানেজার মোঃ রাকিবুল হাসান। অভিযোগের সূত্র মোতাবেক জানা যায় যে, মাছাঃ মুক্তা আক্তার- টান্সমিটার, ফায়দাবাদ উত্তর, ডাকঘরঃ ফায়দাবাদ মাদ্রাসা-১২৩০ দক্ষিন খান এর স্থায়ী বাসিন্দা। তিনি কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরার বাঁশতলা মোড় জহিরের বাসায় ভাড়া থাকেন। ফারইস্ট নীটিং এন্ড ডাইং ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডে নারী শ্রমিক নির্যাতনের দায়ে ৪ কর্মকর্তার নামে থানায় অভিযোগ বিষয়ে জানতে চেয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সাথে মোবাইলে কথা বলে জানা যায় যে, কারখানার হেড অফিসের নির্দেশে তার যাবতীয় পাওনাদি বুঝিয়ে দেওয়ার জন্যই তাকে অফিসে ডেকে নেওয়া হয়েছিল কিন্তু তাকে নির্যাতন করার বিষয়টি মিথ্যা ও বানোয়াট।