মোঃ জিল্লুর রহমান শিপলুঃ
গতকাল সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে অবস্থিত বে-ফুটওয়্যার কারখানায় তথ্য সংগ্রহে বাধা, সংবাদকর্মীর সাথে দূর্ব্যবহার এবং কারখানায় প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের। কর্তব্যরত কয়েক জন সংবাদ কর্মীদের নিটক থেকে জানা যায় যে, গত ২ ডিসেম্বর উক্ত কারখানায় মোবাইল ফোন ব্যবহারের অপবাদে তিন জন লেডি চেকার এর নিকট থেকে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে তাদেরকে এক মাস দায়িত্ব পালনের সময় দিয়ে অব্যহতি দেওয়ার জন্য জোর পূর্বক রিজাইন পত্রে স্বাক্ষর গ্রহন করান কর্তৃপক্ষ।
উক্ত তিন জন লেডি চেকার মোছাঃ সুইটি আক্তর (আইডি নং – ২০১০৫০৯), মোছাঃ নিপা খাতুন (আইডি নং -২২০৫৬০১ এবং মোছাঃ তানিয়া আক্তার (আইডি নং ২৪০৬৫০৩) বিষয়টি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর কালিয়াকৈর আঞ্চলিক কমিটিতে জানালে ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে যাওয়ার সময় স্থানীয় সংবাদকর্মী মোঃমিরাজ বিশ্বাস কে সাথে নিয়ে কারখানায় উপস্থিত হলে কার খানা কর্তৃপক্ষ প্রবেশ অনুমতি না দিয়ে বরং হুমকি ধামকি এবং গালমন্দ করে তারিয়ে দিয়েছেন।
কারখানা কর্তৃপক্ষের এমন অনাকাংখিত আচরণের বিষয়টি জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা’র প্রতিনিধি মোঃ মিরাজ বিশ্বাস সাংবাদিক ঐক্য’র গাজীপুর জেলা কমিটিতে জানালে তাৎক্ষনিক ভাবে সাংবাদিক ঐক্য’র গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলমের নির্দেশে সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের আলো’র কালিয়াকৈর প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান বিষয়টি তদন্তের জন্য কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান এবং রাশেদ খলিল এর সাথে ৯ ডিসেম্বর সোমবার সন্ধায় মোবাইলে কথা বলে ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় সাক্ষাতের সময় নিলেও কারখানায় গিয়ে প্রবেশ অনুমতি না পেয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি তিন দিন পরে দেখা করার কথা বলে বিদায় দেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা’র প্রতিনিধি মোঃ মিরাজ বিশ্বাস,জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার- এর প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, জাতীয় দৈনিক ভোরের আলো’প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান শিপলু বাংলাদেশ ডায়েরী প্রতিনিধি মোঃ নূর আলম, জাতীয় দৈনিক আমার প্রানের বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ জুলফিকার আলী জুয়েল, জাতীয় দৈনিক প্রধান সংবাদ এর প্রতিনিধি মোঃ আব্দুল বারি, সহ জাতীয় দৈনিক সরেজমিন প্রতিনিধি মোঃ আলমগীর হোসাইন । এমন জঘন্যতম ঘটনার জন্য ধিক্যার জানিয়েছেন স্থানীয় ও জাতীয় সংবাদ পত্র কর্মীবৃন্দ।