ঝিনাইদহ(কালীগঞ্জ)থেকে।
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির অফিস পোড়ানো ও পূর্বাশা কাউন্টার ভাংচুর মামলায় আ’লীগ নেতা আক্তারুজ্জামান লিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে তাকে কারাগাড়ে পাঠানো হয়েছে। গতকাল মধ্য রাতে অভিযান চালিয়ে শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিটন পৃথক দুইটি মামলার এজাহার ভূক্ত আসামী। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মানিক চন্দ্র গাইন বলেন, আটক আ’লীগ নেতা লিটন দুইটি পৃথক মামলার এজাহার ভূক্ত আসামী। রোববার মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।