Monday, December 23, 2024
Homeঅপরাধকালীগঞ্জে শাহাপুর মাঠ থেকে গলা কাটা লাশ উদ্ধার।

কালীগঞ্জে শাহাপুর মাঠ থেকে গলা কাটা লাশ উদ্ধার।

ঝিনাইদহ প্রতিনিধিঃ মোঃমাহাবুবুর রহমান।

ঝিনাইদহের কালীগঞ্জে এিলোচনপুর ইউনিয়নের শাহাপুর ঘিঘাটি বল ফিল্ড পাড়ায়,আলমগীর হোসেন (২৮) নামে এ কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে শাহপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।তবে তাৎক্ষনিকভাবে কিভাবে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহত আলমগীর উপজেলার শাহপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে।

শনিবার বিকালে গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়েছিল।পরে রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়।মাঠে গিয়ে দেখতে পায় তার গলাকাটা মৃতদেহ পড়ে আছে।স্থানীয়রা জানিয়েছে,সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলনা। এমনকি কারো সাথে তেমন কোন দ্বন্দ্বও ছিল না। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ হত্যাকান্ডে সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানানওসি।

RELATED ARTICLES

Most Popular