মো: রবিউল ইসলাম
ক্রাইম রিপোর্টার:
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ১৭ বোতল ফেন্সিডিলসহ সোহেল রানা (৩৫) নামে ১ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সোয়া ৫টায় পৌরসভার বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী তল্লাশিকালে ফেন্সিডিলসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানা বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ডুমুরীগ্রাম এর মৃত রবিউল আলম ও মৃত নাছিমা বিবি’র পুত্র।
জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই দেওয়ান মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামের বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর রংপুর টু রাজশাহীগামী লিজা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৫৫৮৩) তল্লাশিকালে ১৭ বোতল ফেন্সিডিলসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে পলাশবাড়ী থানায় ৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা মোতাবেক একটি মামলা (নং ২৫/২৪) রুজু করা হয়।