মো: রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার:
গাইবান্ধার সাদুল্লাপুরে ঘরের ধর্ণার সঙ্গে গলায় দড়ি প্যাঁচিয়ে আত্নহত্যা করেছে পাপুল মিয়া (১৬) নামে এক কিশোর। মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ হাটবামুনী এলাকার কুমারপাড়া গ্রামে। নিহত পাপুল উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনী এলাকার কুমারপাড়া গ্রামের রিক্সা চালক মঞ্জিল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর পাপুলের বাবা মা রংপুর বিভাগীয় শহরে থাকেন। বাবা মঞ্জিল মিয়া শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্রামের বাড়ি কুমারপাড়ায় দাদা কেদা মিয়ার সাথে থাকেন পাপুল।সকাল ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে সবার অজান্তে শয়ন ঘরের ধর্ণার সঙ্গে গলায় দড়ি প্যাঁচিয়ে আত্নহত্যা করে পাপুল। পাপুলের দাদা কেদা মিয়া বলেন, পাপুল ছোট থেকেই কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। কি কারণে পাপুল আত্নহত্যা করেছে আমি বুঝতে পারছি না। এ বিষয়ে, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, দুপুর ১টায় খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। স্থানীয়রা বলছেন, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তবে কি কারণে সে আত্নহত্যা করেছে, সেটা কেউ বলতে পারেনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪