Tuesday, December 24, 2024
Homeঅপরাধগাইবান্ধায় নিখোঁজের ২দিন পর যমুনা নদীতে মিললো ২ ব্যক্তির মরদেহ।

গাইবান্ধায় নিখোঁজের ২দিন পর যমুনা নদীতে মিললো ২ ব্যক্তির মরদেহ।

মো: রবিউল ইসলাম
ক্রাইম রিপোর্টার:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের ২ দিন পর যমুনা নদী থেকে ওমর ফারুক (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার যুমনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মধ্যে ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ জুন) রাতে উপজেলার কালিরক্যাশ চর থেকে নিখোঁজ হন তারা। পরে অনেক খোঁজখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায় শুক্রবার সকালে যমুনা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, যমুনা নদীতে ভাসমান অবস্থায় ২ জন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

RELATED ARTICLES

Most Popular