Monday, December 23, 2024
Homeঅপরাধগাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় "শিহান" হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার।

গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার।

মোঃ আব্দুল বারীঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫:১৫ মিনিটে ছিনতাই কারীদের ছুরিকাঘাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান(২৬) এবং কাভার্ড ভ্যানচালক মাসুদুর রহমান(৪৬) ছিনতাইকারীর কবলে পতিত হয়। ঘটনাস্থলেই তাজবীর হোসেন শিহান নিহত হয় এবং মাসুদুর রহমান(৪৬) নিকটস্থ সুফিয়া হাসপাতালে চিকিৎসা নেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কালিয়াকৈর থানা পুলিশ। উক্ত ঘটনায় নিহত “শিহান” এর বাবা মোঃ তানভীর হোসেন নান্নু বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।উক্ত মামলায় পুলিশ সুপার গাজীপুরের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড (অপ:) এর নেতৃত্বে মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম ও এস আই মোঃ সাইদুর রহমানের সমন্বয়ে একটি টিম ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে তৎপর হয়।

উক্ত টিম সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭২ ঘন্টার মধ্যে ছিনতাই ও হত্যাকাণ্ডে জড়িত থাকা একটি সিএনজি চালিত অটোরিকশা, ভিকটিমের মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ ৪টি মোবাইল ফোন উদ্ধার, হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি চাপাটি দেশীয় অস্ত্রসহ ৬জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করিলে ৫ আসামী স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।গ্রেফতারকৃত আসামিরা হলেন :

১। মোঃ সরওয়ার হোসেন শারু(২৮), পিতা-মোঃ হালিমউদ্দিন, পেশা- তাকওয়া পরিবহনের ড্রাইভার, স্থায়ী ঠিকানাঃ সাং-আমগাছীহান্দা, থানা-ধোবাউরা, জেলা- ময়মনসিংহ।

২। নাজিম উদ্দিন নয়ন(৩৫), পিতা- মোঃ আলী আজগর, পেশা-সিএনজি চালক, স্থায়ী ঠিকানাঃ সাং-কাশিয়াবা থানা-রৌমারী, জেলা- কুড়িগ্রাম।

৩। মোঃ ছাইফুল ইসলাম(8২), পিতা- মোঃ আজগর আলী, পেশা-সিএনজি চালক, স্থায়ী ঠিকানাঃ সাং- মধুপুর, থানা – ওলিপুর, জেলা- কুড়িগ্রাম।

৪। মোঃ জুয়েল(২৪), পিতা- মৃত আব্দুল মালেক, পেশা- আজমেরী বাসের হেলপার, স্থায়ী ঠিকানাঃ সাং-পূর্ব জামেরতলী, থানা ও জেলা- লক্ষীপুর।

৫। মোঃ মিলন(২৭), পিতা-মোঃ আব্দুল জলিল, পেশা- তাকওয়া পরিবহনের স্টাফ, স্থায়ী ঠিকানাঃ সাং- মোহনপুর,থানা- আাকেলপুর, জেলা- জয়পুরহাট।

৬। মোঃ আনোয়ার হোসেন(৩৫), পিতা- মৃত সুলতান বয়াতী, পেশা-চা দোকানদার ও চোরাই মোবাইল ফোনের ক্রেতাও বিক্রেতা, স্থায়ী ঠিকানাঃ সাং- আমিনাবাদ, থানা- চরফ্যাশন, জেলা-ভোলা।

মৌচাক পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। গাজীপুরের বিভিন্ন স্থানে পূর্বেও বেশকিছু ছিনতাই এর সাথে জড়িত থাকার কথা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পরে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা গেছে কিন্তু, ৭২ ঘণ্টায় কালিয়াকৈর থানা পুলিশ চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

Most Popular