মো: আব্দুল বারীঃ
সময়মতো বেতন ভাতা পরিশোধ না করা ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুর কোনাবাড়ীর স্বাধীন গার্মেন্টস এর শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
আজ ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখ রোজ সোমবার সকাল থেকে কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, মাসিক বেতন সাত কর্ম দিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও কথা না রাখায় শ্রমিকরা প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে স্বাধীন গার্মেন্টসের কমপ্লায়েন্স ম্যানেজার আসাদুজ্জামান রাজু বলেন শ্রমিকদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আর ব্যাংকের ঝামেলার কারণে বেতন দিতে একটু বিলম্ব হচ্ছে।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে কোনাবাড়ীর কুদ্দুস নগর থেকে জড়ুন বাজার পর্যন্ত দীর্ঘ যানজট এর কারণে ভোগান্তিতে পথচারী ও সাধারণ জনগণ।