নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে আবাসিক হোটেলে সেনা সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় এক যুবককে সেনাবাহিনী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. নাজমুল হক (২৫), সেনাবাহিনীর চাকুরীচ্যুত সৈনিক। আজ বৃহস্পতিবার (১৬অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভোগরা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
জানা গেছে, দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও সেনা সদস্য পরিচয় দিয়ে হোটেলে উঠে। হোটেলে উঠার পর উর্ধ্বতন কর্মকর্তা এই হোটেল থেকে পকেটভর্তি টাকা নিয়ে যেতে বলেছে বলে জানায়। চাকুরীচ্যুত সৈনিক হোটেল ম্যানেজারের কাছ থেকে গত রোববার ৩২ হাজার টাকা চাঁদা নেয়। পরে আজ আবারো হোটেল ম্যানেজারকে চাঁদা নেওয়া টাকা ফেরত দেয় এবং ১ঘন্টার ভেতর ২ লক্ষ টাকা চাঁদা না দিলে এই হোটেল বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দেয়। পরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, এনএসআই এর তথ্যের ভিত্তিতে চাকরির দ্রুত সৈনিক নাজমুলকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ বর্ণিত সৈনিক ১০ ডিসেম্বর ২০২০ সালে ট্রেনিং শেষ করে ২১বেঙ্গল ব্যাটেলিয়ানে কর্মরত ছিল,পরবর্তীতে এক ৩১ শে জুন ২০২৩ তারিখে রিক্রটিংয়ের সাথে অর্থনৈতিকভাবে জড়িত থাকায় এবং বয়সের আগে বিবাহ করায় তাকে কোর্ট মার্শাল করে এলাহাযতে প্রেরণ করা হয়।