Monday, December 23, 2024
Homeঅপরাধছাগল রাখার জায়গা হলেও হয়নি বৃদ্ধ বাবার জায়গা বাড়িতে

ছাগল রাখার জায়গা হলেও হয়নি বৃদ্ধ বাবার জায়গা বাড়িতে

মোঃ মোসেকুল ইসলাম : জেলা প্রতিনিধি -নওগাঁ

নওগাঁর পত্নীতলা থানার ঘোষনগর ইউনিয়নের গগনপুর গ্রামের আঃ ওহেদ (৭০) নামে এক বৃদ্ধ বাবার দুই সন্তান এক ছেলে এক মেয়ে থাকার সত্বেও তার স্থান হয়েছে রাস্তার পাশে পুকুর পাড়ে টিন দিয়ে বাসের মাছা বানিয়ে রেখেছে যেখানে নেই কোন বিদ্যুৎ এর ব্যাবস্থা থাকার মত নেই কোন ভালো আসবাব পত্র ।তিনি ছিলেন একজন পোস্টমাস্টার যিনি সন্তানদেরকে মানুষ করার জন্য কিছু টাকার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটেছেন পায়ে হেঁটে একটি চিঠি পৌঁছে দিতে যাতে নিজের সন্তানেরা ভালো থাকে ।আজ তিনি চলতে পারেন না একা এবং কথাও বলতে পারেন না সেভাবে তাই আজ তার স্থান হয়েছে রাস্তার পাশে টিনের ছাউনির নিচে ।স্থানীয়দের সঙ্গে কথা হলে তিনি বলেন গ্রামের সবাই সহযোগিতা করে ও সরকারের অনুদান এবং বয়স্ক ভাতা পায়অবহেলিত বৃদ্ধ বাবা জানান তাকে কোন বয়স্ক ভাতার টাকা দেওয়া হয় না শুধু খাবার দেওয়া হয় ।আরেকজন জানান বাসায় প্রসাব পায়খানা করে বলে তাকে রাস্তার পাশে রেখে গেছে ছেলে শাহ আলম কে পাওয়া না গেলে তার স্ত্রী কথা বলতে চাই না জোর করলে তিনি জানাই, আমার শ্বশুর বাড়িতে থাকতে চাই না এবং বাড়িতে দুই রুম থাকার জায়গা নেই সেজন্য তাকে এখানে রাখা হয়েছে।সরোজমিনে বাড়ি দেখতে গেলে দেখা যায়, ইটের বাড়ি ২ রুম বিশিষ্ট এবং বারান্দায় রয়েছে বেশ খানিক জায়গা যেখানে রাখা হয় ছাগল বাড়িতে রয়েছে ওয়াইফাই বিদ্যুৎ এবং অন্যান্য সুবিধা। নিজের ছেলেকে রাজশাহী রেখে পড়াশোনা করার খরচ থাকলেও বৃদ্ধ বাবাকে বাড়িতে রাখার জায়গা নেই ।৯নং ঘোষনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা তাকে সরকারি সব অনুদান দেওয়া হয়

RELATED ARTICLES

Most Popular