Tuesday, December 24, 2024
Homeঅপরাধঝিনাইদহ কালীগঞ্জে কাউন্টার ভাংচুরের অভিযোগে আ: লীগের ৮৩ জনের নামে মামলা।

ঝিনাইদহ কালীগঞ্জে কাউন্টার ভাংচুরের অভিযোগে আ: লীগের ৮৩ জনের নামে মামলা।

মোঃ মাহাবুবুর রহমান- ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বাশা পরিবহনের বাস কাউন্টার ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার মামলা দায়ের হয়েছে।মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, ছাত্রলীগ নেতা আনিচুর রহমান মিঠু মালিতা, সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, রাজু আহমেদ রনি লস্কর, আবুল কালাম, মহিদুল ইসলাম মন্টু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, ফিরোজ আহমেদ সেন্টু ও রুবেল হোসেনসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে।

অজ্ঞাত আসামির সংখ্যা ৮০ থেকে ৯০ জন। ২৫ আগষ্ট কালীগঞ্জ থানায় মামলাটি করেন একেএম খালেদ সাইফুল্লাহ নামের এক ব্যক্তি।মামলা নং ১১। মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগষ্ট বিকাল ৪টার দিকে উল্লেখিত আসামিরা আগ্নেয়অস্ত্র, ককটেল বোমা, পেট্রেল বোমা, হাত বোমা, ধারালো দা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে এক নম্বর আসামি সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর নেতৃত্বে বাদির মালিকানাধিন পূর্বাশা বাস কাউন্টারে হামলা করে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে সেসময় আগুন নিভাতে আসলে তাদেরও বাধা সৃষ্টি করে। তাদের ভাংচুর ও আগুনে একটি কম্পিউটার, প্রিন্টার ও আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ মামলার সত্যতা নিশ্চিত করেহ জানান, এখন তদন্তপূর্বক আইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

Most Popular