ঝিনাইদহ (কালীগন্জ)প্রতিনিধি। মাহাবুবুর রহমান।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে শাহপুর ঘিঘাটি গ্রাম বাসির আয়োজনে আলমগীর হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধনের অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা মহা সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিগত ৬ জুলাই বিকালে মাঠে ঘাস কাটতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আলমগীর হোসেনের স্ত্রী স্বপ্না খাতুন, মেয়ে আখি, সাবেক মেম্বর শহিদুল ইসলাম ও আমির হোসেন।
মেয়ে আখি বলেন,আমার বাবা খুব নিরিহ একজন কৃষক ছিল তাকে এইভাবে হত্যা করল আমি এর বিচার চাই। নিহতের স্ত্রী এসময় কান্নায় ভেঙে পড়েন।কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।