ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
ঝিনাইদহ হতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ৫ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বারপাখিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষন মামলার প্রধান পলাতক আসামী কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহেল হোসেনকে গ্রেফতার করে।ভিকটিম একজন ১৫ বছর বয়সী কিশোরী এবং বারপাখিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির একজন ছাত্রী।আসামী এবং ভিকটিম এর বাড়ি পাশাপাশি অবস্থিত এবং সম্পর্কে ভিকটিমের প্রতিবেশী চাচা।গত ইং ১৫ মার্চ ২০২৪ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ভিকটিম কালীগঞ্জ থানাধীন বারপাখিয়া গ্রামস্থ বেগবতী নদীতে মাছ ধরতে গেলে আসামীর সহিত দেখা হইলে আসামী সোহেল হোসেন ভিকটিমকে একা পাইয়া জোরপুর্বক পার্শ্ববর্তী আঃ সবুর এর বাঁশ বাগানের মধ্যে নিয়ে তাহার মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ভিকটিম ইং ১৭/০৮/২০২৪ তারিখ অসুস্থ হয়ে পড়লে ভিকটিমের মাতা ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া জানায় ভিকটিম ৫ মাসের অন্তসত্তা।পরবর্তীতে ভিকটিমের মাতা সাক্ষীদের সম্মুখে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে সে জানায় সোহেল হোসেন তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করিয়াছে। ভিকটিমের পিতা বাদী হয়ে গত ১৯ আগষ্ট ২০২৪ ইং তারিখে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়।