মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেত্রকোণা।
নেত্রকোনার দুর্গাপুরে মনজুল মিয়া (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বায়রাউরা গ্রামের একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মঞ্জুল হক ওই গ্রামের তারা মিয়ার ছেলে। পুলিশ জানায়,মনজুল মিয়া দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা জনিত রোগে ভুগছিলেন। ময়মনসিংহসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও রোগ মুক্তি পাননি। আজ বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা ধান ক্ষেতের পাশে একটি গাছে গলায় গামছা পেঁচানো অবস্থায় মনজুলকে দেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মনজুল মিয়া মানসিক সমস্যায় ভূগছিলো । অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪