Tuesday, December 24, 2024
Homeঅপরাধনওগাঁয় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে স্বামী উধাও

নওগাঁয় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে স্বামী উধাও

মোঃ মোসেকুল ইসলাম. জেলা প্রতিনিধি- নওগাঁ :

নওগাঁর মান্দায় হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে উধাও হয়েছেন এক সাংবাদিক। রোববার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত ওই নারীর নাম সূচনা আক্তার (৩৪)। তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক এমএ রাজ্জাকের স্ত্রী। ঘটনার পর সাংবাদিক এমএ রাজ্জাক হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে গা ঢাকা দিয়েছেন।মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মেশকাত রায়হান বলেন, গত বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে অসুস্থ অবস্থায় সূচনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সতিনের সঙ্গে ঝগড়া লেগে তিনি একসঙ্গে ৪০টি প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। অতিরিক্ত ওষুধ সেবনের বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান, সাংবাদিক এমএ রাজ্জাকের মা ফাতেমা বেগম বলেন, ‌‘পুত্রবধূ সূচনা আক্তারের বাবার বাড়ি ঢাকায়। ঈদের দুদিন পর সূচনা আমাদের বাড়িতে আসে। কিন্তু বাড়িতে ছেলে রাজ্জাকের আরও একজন স্ত্রী থাকায় দুই সতিনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে পুত্রবধূ সূচনা একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন, বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, নিহত সূচনার মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, এবং নিহতের স্বামী রাজ্জাক ও তার আগের স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular