আব্দুর রশিদ তারেক- নওগাঁ
নওগাঁর পত্নীতলায় নিখোঁজের দুই দিন পর বিলের পানি থেকে নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিতুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
রোবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে তার লাশটি উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ।
মৃত মিজানুর রহমান (৪৭) নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি পৌরসভার আফছার আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, মিজানুর রহমান শুক্রবার (১২ জুলাই) দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে পত্নীতলা থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, স্থানীয় লোকজন বিলের পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মিজানুর রহমান মিতুর লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।