নালিতাবাড়ী প্রতিনিধিঃ
নালিতাবাড়ীতে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগমুহূর্তে নালিতাবাড়ী শহর এবং উপজেলার বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ই ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী থানায় দায়েরকৃত ওই মামলায় বাদী হয়েছেন নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়া মহল্লার জনৈক ফরিদ মিয়া। মামলায় অভিযুক্তরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক ও যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা এবং তার ভাই এনামুল হক রূপনারায়নকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ব্যবসায়ী আতিকুর রহমান মানিক, নয়াবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বকুল, নয়াবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন লিক্সন, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজাহারুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ, রাবারড্যাম সমবায় সমিতির সাধারণ সম্পাদক হীরা, সাবেক মেয়র বাক্কারের ঘনিষ্ট সহযোগী মাহিম, সোহেল মুন্সী, রবিনসহ মোট ৭৭ জন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪