মোঃ উসমান ফারুক নালিতাবাড়ী-প্রতিনিধি
নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিমান্তবর্তী এলাকা ডালুকোনা পাহাড় থেকে মোঃ সোহেল রানা (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।আজ সোমবার (২১শে অক্টোবর) বিকেল ৪ টায় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন এর সীমান্ত অঞ্চল ডালুকোনা গ্রামের কান্ধাটিলা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার কৃত সোহেল রানা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় চর আমতলা গ্রামের নুর ইসলামের ছেলে।
সোহেল রানার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এখন পর্যন্ত সোহেল রানার বিষয়ে বিস্তারিত আর কিছু জানা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, মরদেহের পাশে ভারতীয় একটি কাগজ পাওয়া গেছে। অনেকেই বলাবলি করছেন, সোহেল রানা ভারতে আত্মীয়ের কাছে বসবাস করতেন। হয়তো রাতে সীমান্ত পারি দিয়ে আসার পর কোন দূর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।
বেলা আড়াইটার দিকে স্থানীয় এক রাখাল পাহাড়ে গরু চড়াতে গেলে অজ্ঞাতনামা ওই মরদেহের সন্ধান পায়।
পরে ঐ রাখাল কোনো দিক না পেয়ে ৯৯৯ এ ফোন করে।
রাখালের ফোনের পর পুলিশ মরদেহ উদ্ধার করে। ততক্ষণে কে বা কারা সোহেল রানার পিতার কাছেও বিষয়টি ফোনে জানায়।বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, সোহেল রানার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজন এলে প্রকৃত সত্য জানা সহজ হবে। সত্য ঘটনা উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪