Tuesday, December 24, 2024
Homeঅপরাধপলাশবাড়ীতে স্ত্রী কর্তৃক স্বামীকে নির্যাতনের অভিযোগ

পলাশবাড়ীতে স্ত্রী কর্তৃক স্বামীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

পলাশবাড়ীতে স্বামীর জমি লিখে দেয়ায় স্ত্রী কর্তৃক স্বামীর উপর মানসিক নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে থানায় ডিডিতে ঘটনার বিবরনে প্রকাশ করেন ভুক্তভোগী পলাশবাড়ী উপজেলা সদরের পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মশিউর রহমান (৪৫)।

প্রায় ৬ বছর পূর্বে পার্শ্ববর্তি পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের মৃত মাহমুদুল হকের তালাকপ্রাপ্তা মেয়ে রাবেয়া খাতুনকে ২য় স্ত্রী হিসেবে নিকাহ করে। ঘর সংসার করাকালে মশিউরের ঔরষে ও রাবেয়ার গর্ভে কোন সন্তানাদি না হওয়ায় রাবেয়ার পূর্বের স্বামীর রেখে যাওয়া ছেলে রাকিব আলহাসান রুমন এবং মেয়ে রিফা তামান্না কে বাদীর বসতবাড়ীতে নিয়ে আসে। সেখানে বসত করাকালে বাদীর স্ত্রী মাঝে মধ্যেই বাদীর সাথে খারাপ আচরন করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করতো। এরই ধারাবাহিকতায় সুখে শান্তিতে বসবাস করার জন্য বাদী তার স্ত্রীকে বাস্তু ভিটার দুই শতক জমি দলিল করে দেয়। জমি লিখে দেওয়ার পর হতে বিবাদী রাবেয়া বেপরোয়া হয়ে বাদীর অবাধ্যে চলার চেষ্টা করে।

এমতাবস্থায় বাদী তার স্ত্রীকে মৌখিক বাধা নিষেধ করলে সে তার স্বামী অর্থাৎ বাদীকে বসতবাড়ী হতে চলে যেতে বলে। এরই ধারাবাহিকতায় ২৬/০৯/২২ ইং তারিখে বাদীকে মারপিট করে এবং হত্যার হুমকী দেয়। এসময় বাদীর চিৎকারে সাক্ষীরা ঘটনাস্থলে এলে বিষয়টি তাৎক্ষনিক মিমাংসা করে দেয়।

বাদী পলাশবাড়ী থানায় একটি লিখিত সাধারণ ডায়েরী করেন যার ডায়েরী নং ১৮৪ তারিখ- ৫/১০/২২ ইং।

RELATED ARTICLES

Most Popular