মো: রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন কে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৮ ডিসেম্বর রবিবার রাতে রাজধানী ঢাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত ওসি লাইছুর রহমান জানান, ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে নিয়ে আসার জন্য পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী সাংবাদিকদের গ্রেফতারের এবিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরন করা হবে।