আব্দুর রশিদ তারেক- নওগাঁ
নওগাঁ পোরশা উপজেলার পুর্ণভবা নদীর টেকঠা ঘাট এলাকায় পানিতে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪ টায় স্থানীয় বাসিন্দারা ভাসমান লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ভোরের কন্ঠকে এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে বিকেল ৪টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে অজ্ঞাত ওই লাশটি পঁচা অবস্থায় ছিলো এজন্য সনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।