মোঃ খলিলুর রহমান খলিলঃ
মঙ্গলবার (৮ অক্টোবর) নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং নামক স্থানে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় নবীনগর থানাঘাটের নৌকার মাঝি হিল্লুল মিয়ার (৩৫) মরদেহটি উদ্ধার করেন তার স্বজনরা। নিহত হিল্লাল মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের মৃত নয়াব আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, তিতাস, বুড়ি ও মেঘনা নদীতে দীর্ঘ দশ বছর যাবৎ নৌকাচালায় হিল্লাল মিয়া। গত ৬-১০-২০২৪ ইং সন্ধ্যায় যাত্রী নিয়ে দুর্গারামপুর যায় তিনি। নৌকা নিয়ে যাওয়ার পর নিখোঁজ হন হিল্লাল মিয়া। পরবর্তী সময়ে দুর্গারামপুর নৌকা ঘাটে হিল্লাল মাঝির নৌকাটি পাওয়া গেলেও মাঝিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা নবীনগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। তখন নবীনগর থানা পুলিশসহ এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজের কোনো সন্ধান পাননি।
তবে আজ ৮ অক্টোবর নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে হিল্লাল মাঝির ভাসমান লাশ উদ্ধার করে নিহতের স্বজনরা।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, হিল্লাল মাঝির নিখোঁজ হওয়ার ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় অভিযোগ দিয়েছিলেন। আমরা খোঁজ নিচ্ছিলাম, তবে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
হিল্লুল মিয়ার মৃত্যুর খবরে নৌকা ঘাটের মাঝিদের মধ্যে আতংক বিরাজ করছে। মাঝিরা ঘটনার সত্যতা বের করে দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন।