মোঃ খলিলুর রহমান খলিলঃ
গত ১০/১১/২০২৪ ইং তারিখ রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত হালিম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। এ সময় নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত আটটার সময় নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি হালিমকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ও এ এস আই মোজাম্মেলের হাতে কামড় দিয়ে যখম করে এ এস আই নাছিরের মাথায় আঘাতের হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন হালিম ডাকাতকে গ্রেফতার করে নিয়ে আসার মূহুর্তে তার সমর্থকরা হামলা চালিয়ে আমি সহ সাত পুলিশ সদস্যকে আহত করে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।