মোঃ মাহবুবুর রহমান সোহেল
দ্বীপ জেলা ভোলার একমাত্র ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভোলা সদর হাসপাতাল। ভোলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালের উপর নির্ভরশীল।বিভিন্ন উপজেলা থেকে আসা রোগীরা ভোগান্তি পোহাতে হয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারানে।
হাসপাতালে সরকারি অ্যাম্বলেন্স প্রয়োজনের তুলনায় অনেক কম থাকায় রোগীরা নির্ভর করতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর,এ সুযোগে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা নিদিষ্ট ভাড়ার চেয়ে দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করে নেই। ভোলায় রয়েছে শক্তিশালী অ্যাম্বুলেন্স মালিক সমিতি,সমিতির সিদ্ধান্ত অনুযায়ী চালকেরা জোর করে অসহায় রোগীদের কাছ থেকে ঠেকিয়ে ভাড়া আদায় করে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবার কি কেউ নেই? তাহলে কি দিনের পর দিন অসহায় রোগীদের উপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়া হবে?সাধারণত মানুষ এই দুর্রভোগের শেষ দেখতে চায়।
এই সমস্যা সমাধানে ভোলা জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ অসহায় রোগীরা।