গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১৮ জন আসামী গ্রেফতার করিয়াছে। এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মীর হোসেন হৃদয় (৫৩), পিতা মৃত-আঃ রউফ বেপারী, সাং-সানকিপাড়া নয়ন মনি মার্কেট, এপি/সাং-পাটগুদাম মদের ডিপো নিউ কলোনী, ২।মোঃ তুষার (২৬), পিতামৃত-আঃ সাত্তার ওরফে বাচ্চু, সাং-আরকে মিশন রোড (লুঙ্গী খালেকের বাসার সাথে), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সাইফুল ইসলাম মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ নাদিম (৪২), পিতামৃত-ফজলুল হক, সাং-৩৬ বাড়ী কলোনী, ২। মোঃ সোহান (২৭), পিতামৃত-সেলিম, সাং-সানকিপাড়া শেষ মোড়, ৩। মোঃ রাকিব হোসেন (৩০), পিতা-রুবেল হোসেন, সাং-আকুয়া লিচু বাগান, সর্ব থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ হামিদুল রহমান (৩৫), পিতামৃত-নাজিম উদ্দিন, মাতা-মোছাঃ নিলুফা খাতুন, সাং-চর গোবদিয়া, ২। মোঃ হৃদয় (২৫), পিতা-তাইজ উদ্দিন, সাং-কৃষ্টপুর বাইলেন, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জামাল (৬০), পিতামৃত-কাশেম আলী ওরফে কাছু, সাং-বলাশপুর কসাইপাড়া মাজার রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। বিজয় পাল (৩৪), পিতা-সুধন পাল, মাতা-কল্যানী পাল, সাং-মেছুয়া বাজার তরকারী মহল বাহার মিয়ার বাসার ভাড়াটিয়া , থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জালাল (৩২), পিতা-জয়নাল আবেদীন, ২। আজহারুল (২৫), পিতা-হাফিজুল, উভয় সাং-মধ্য বাড়েরার পাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) আবু সায়েম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। রেজাউল (২৫), পিতামৃত-জালাল উদ্দিন, সাং-ঘুন্টি, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এছাড়াও এসআই(নিঃ) কামরুল হাসান, সাজ্জাদ হোসেন সজীব, ইকবাল হোসেন, নূর মোহাম্মদ, এসআই(নিঃ) আবু সায়েম, সোহরাব হোসেন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৬ জন গ্রেফতার করা হয়েছে।