Saturday, December 28, 2024
Homeঅপরাধযৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে রাজশাহীতে...

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে রাজশাহীতে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী পুলিশ সুপার আনিসুজ্জামান বলেছেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব বিজিবিসহ অনন্য সংস্থার সদস্যরা অভিযানে অংশ নিবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার আইনশৃঙ্খলা বিষকয়ক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজশাহী পুলিশ সুপার আরো বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। আগামীকাল (বুধবার) রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য, আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি। আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

জেলার মামলার বিষয়ে পুলিশ সুপার বিভিন্ন মামলা থানায় হচ্ছে সব কয়টি মামলা ক্ষতিয়ে দেখা হচ্ছে। কোন মামলায় যেন নীরহ কোন লোক হয়রানির শিকার না হয় সেটি লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ। এছাড়াও থানায় সেবা কার্যক্রম বাড়াতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় রাজশাহীর জেলা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular