নিজস্ব প্রতিবেদক :
খাগড়াছড়ির লক্ষীছড়িতে পরিবহন শ্রমিক নাঈম আঞ্চলিক দুই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার প্রতিবাদে এলাকাবাসীর সমর্থনে অাধাবেলা হরতাল চলছে।বৃহস্পতিবার (২০ জুন) লক্ষীছড়ি থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তীরণ সড়কেও কোন যানবাহন চলাচল করেনি। হরতালের কারণে দোকানপাট বন্ধ রয়েছে। উল্লেখ্য,পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের মধ্যে গত ১৮ জুন মঙ্গলবার দুপুরে সাজেকের বাঘাইহাটে গোলাগুলির ঘটনায় শান্তি পরিবহনের সুপারভাইজার মো. নাঈমের বুকে গুলি লাগলে তিনি নিহত হন। ময়নাতদন্ত শেষে নাঈমের লাশ নিজ বাড়ি লক্ষ্মীছড়িতে পৌঁছালেস্বজনদের আহজারিতে আকাশ ভারি হয়ে ওঠে।পূরো এলাকা জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পরে সন্ধ্যায় দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গাছড়ি এলাকায় স্থানীয় কবরস্থানে নাঈমের দাফন সম্পন্ন হয়েছে।এদিকে পরিবহন শ্রমিক মো. নাঈম (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নাঈমের চাচা বাবুল হোসেন অজ্ঞাত আসামি দেখিয়ে সাজেক থানায় মামলাটি দায়ের করেন।লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী জানান, এখন পর্যন্ত কোন সহিংসতার ঘটনা ঘটেনি। স্বতঃস্ফূর্ত ভাবে সর্বাত্মক হরতাল চলছে।লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪