সিলেট জেলা প্রতিনিধি-মোঃশাহীনুর ইসলাম
প্রশসনের দৃষ্টি আকর্ষণ
সিলেট ভারতের চিনি চোরাকারবারীর সাথে আওয়ামী লীগ নেতা মোবশ্বীর আলী জড়িত টপ অফ দ্যা টাউন সবার মুখে মুখে মোবাশ্বীরের বিরুদ্ধে শত শত অভিযোগ।
---------------------------------------------সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলা মোঃ শাহীনুর ইসলাম। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোবশ্বীর আলীর বিরুদ্ধে ভারতীয় "চিনি" চোরাকারবারীর অভিযোগ শহরের সবার মুখে মুখে টপ অফ দ্যা টাউনো পরিনত হয়েছে। মোবাশ্বের আলী তার আপন ভাইদের দিয়ে সমস্ত অপকর্ম করাই। মোবাশ্বীর আলী তার আপন ভাইয়ের মাধ্যমে ভারতীয় চিনি পাচার করাই বলে শহরে সবার মুখে গুঞ্জন শুনা যাচ্ছে। মোবাশ্বের আলীর একটি সন্ত্রাসী বাহিনী আছে বলে এলাকার জনগন জানিছে। মোবশ্বীর আলী শহরে বেড়ে উঠা ছিনতাই, চাঁদাবাজি, চুরি,খুন,গুম,নারী দেহ ব্যাবসা, রোগীর দাললী নানান বিস্তর অভিযোগ রয়েছে। মোবশ্বীর আলীর একটি "টর্চার শেল রয়েছে" সেখানে বসে সমস্ত অপকর্ম পরিচালনা করে মোবশ্বীর আলী। আমরা পর্যাক্রমে মোবশ্বীর আলীর অপকর্ম প্রচার করবো। সিলেটের সাধারণ জনগন জানিয়েছে মোবশ্বীর আলীর হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিবো। নাম প্রকাশের অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছে মোবশ্বীর আলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হবে। দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়া জরুরী প্রয়োজন মনে করি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ মোবাশ্বের কে গেফতার করে আইনের মাধ্যমে বিচার করা হোক এবং অস্ত্র উদ্ধার করা হোক। পদ্মার আড়ালে বসে মোবশ্বীর আলী বহু অপকর্মের হোতা। মোবশ্বীর আলী নিজেকে বাচতে বিভিন্ন সময় রং বদলায় আওয়ামী লীগের একাক সময় একাক নেতাকে ব্যাবহার করে। শহরে ছিনতাই বেড়ে গেছে প্রশাসনের উচিত দুরত্ব ব্যাবস্হা নেওয়া। ছিনতাই মোবশ্বীর হিসাবে পরিচত।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪