Monday, December 23, 2024
Homeঅপরাধসুনামগঞ্জের ধর্মপাশায় মহানবী (সাঃ) কে কটুক্তি করায় আকাশ চন্দ্র সুন্দর সিং পুলিশের...

সুনামগঞ্জের ধর্মপাশায় মহানবী (সাঃ) কে কটুক্তি করায় আকাশ চন্দ্র সুন্দর সিং পুলিশের হাতে আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় মহানবী হযরত মোহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় আকাশ চন্দ্র সিংহ নামে একজন প্রাইভেট টিউটরকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশ থেকে তাকে আটক করা হয়। আকাশ উপজেলা পরিষদের পার্শ্ববর্তী থানা উন্নয়ন কেন্দ্রের তপন চন্দ্র সিংহের ছেলে।

আকাশ দীর্ঘ বছর ধরে প্রাইভেট টিউটর হিসেবে ধর্মপাশায় কাজ করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন কোচিং সেন্টারেও ক্লাস নেন। গত কয়েকদিন আগে তিনি তার বন্ধু মহলে মহানবী হযরত মোহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, বিরূপ মন্তব্য করেন। পরে আকাশ তার কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার সময়েও শিক্ষার্থীদের সাথে ওই কটুক্তির পুনরাবৃত্তি করেন। এ বিষয়টি স্থানীয় ওলামায়ে কেরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ জানতে পারেন। ফলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশংকা তৈরি হয়। পরে সোমবার বিকেলে স্থানীয় ওলামায়ে কেরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ স্থানীয়রা দলবদ্ধ হয়ে এ বিষয়ের সুরাহা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। এসময় সেখানে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার দিকে আকাশকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ওলামায়ে কেরাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন আকাশ নবীজিকে নিয়ে কটুক্তি করেছেন। এমনকি আকাশ তার কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কাছে কটুক্তির পুনরাবৃত্তি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে বলা হয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, আকাশ সিংহকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

Most Popular