Monday, December 23, 2024
Homeঅভ্যর্থনাঝিনাইদহ মোচিক মিলে বিদায় ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

ঝিনাইদহ মোচিক মিলে বিদায় ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

ঝিনাইদহ(জেলা)প্রতিনিধিঃ ★মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহ মোবারকগন্জ চিনিকলে ওয়ার্কশপ,যন্ত্রকৌশল বিভাগ হতে অবসরপ্রাপ্ত ১২ জন শ্রমিককে দেওয়া হয় বিদায় ও সংবর্ধনা।আজ,বুধবার ৩/৭/২০২৪ ইং দুপুর-২ টার সময় মোচিক চিনিকলের ওয়ার্কশপ/যন্ত্রকৌশল,বিভাগের পক্ষে মোচিক চিনিকলের টেনিংকমপ্লেক্সে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, মোঃ সাইফুল ইসলাম। ব্যবস্থাপনা, পরিচালক (মোচিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,মোঃ মাসুদ রেজা। মহাব্যবস্থাপক,প্রশাসন(মোচিক)।

আরো উপস্তিত ছিলেন,জনাব,মোঃ আঃ আলীম।উপব্যবস্হাপক যন্ত্রকৌশল, কারখানা। (মোচিক)

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,মোচিক চিনিকল শ্রমিক ইউনিয়নের,সাধারণ সম্পাদক, জনাব, মোঃশরিফুল ইসলাম।

সহ সাধারণ সম্পাদক, জনাব,মোঃ রফি উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক, জনাব,মোঃফিরোজ আহমেদ।

সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।হাফেজ, মোঃ মাহাবুবুর রহমান।জুনিয়র টার্নার। ওয়ার্কশপ,যন্ত্রকৌশল বিভাগ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।জনাব,পুলক কুমার সরকার।মহাব্যবস্থাপক কারখানা।অনুষ্ঠান পরিচালনা করেন জনাব,মোঃমহিদুল ইসলাম (বাবুল)।ওয়াকসপ, যন্ত্রকৌশল বিভাগ। মোবারক গন্জ চিনিকলে।।ওয়ার্কশপ /যান্ত্রকৌশল হতে -১২ জন,বিদায়ী শ্রমিকদের জন্য সংবর্ধনার আয়োজন করে।

এ আয়োজন ছিলো চোখে পড়ার মতো।এরকম ভাবে ঝিনাইদহ মোচিক চিনিকলে প্রতিবারের ন্যায় আবারো বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়। তবে ওয়ার্কশপ/যন্ত্রকৌশল বিভাগ এর উদ্যোগে এবিদায় সংবর্ধনা অনুষ্ঠানটিসুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ বিদায় ও সংবর্ধনায় ১২ জন শ্রমিক কে সম্মানি দেওয়া হয়েছে।

১ -টি করে জায়নামাজ।

১ -টি তজবিহ,

১-টি ছাতা

১টি করে টুপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন,মোচিক চিনিকলের শ্রমিক, কর্মকর্তা,কর্মচারী সহ ওয়ার্কশপ শাখার শ্রমিকগণ ও মোচিক শ্রমিক ইউনিয়নের নেএীবৃন্দু।

RELATED ARTICLES

Most Popular