Tuesday, December 24, 2024
Homeঅভ্যর্থনানওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আব্দুর রশিদ তারেক- নওগাঁ

নওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান ঈদগাহ মাঠে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এ সময় খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম রবিন শীষ এর সভাতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সদর উপজেলা শিক্ষা অফিসার ইতিয়ারা পারভীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।

এ টুর্নামেন্টে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ বালক বালিকা সহ মোট ২৬টি দল খেলায় অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় বালক দলের দুবলহাটি ইউনিয়ন বনাম বর্ষাইল  ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করেন।

RELATED ARTICLES

Most Popular