Tuesday, December 24, 2024
Homeঅভ্যর্থনাপলাশবাড়ী সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান,ছাত্রদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন

পলাশবাড়ী সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান,ছাত্রদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন

মো: রবিউল ইসলাম

গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন প্রফেসর মো. হামিদ কলিম।

আজ ৮ই অক্টোবর মঙ্গলবার সকালে নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে পলাশবাড়ী সরকারি কলেজের শিক্ষক, কলেজ ছাত্রদলের নেতা-কর্মী, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নতুন অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কলিম কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এর আগে তিনি ফুলছড়ি সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গাইবান্ধার ডেভিড কোং পাড়ার সন্তান প্রফেসর মো. হামিদ কলিম ১৯৯৬ সালে ১০ আগস্ট প্রভাষক পদে চাকুরীতে যোগদান করেন। পরে বিভিন্ন কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে গনিত বিভাগ থেকে এমএসসি পাশ করেছেন এবং ১৬তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রথমে প্রভাষক পদে যোগদান করেন। পরে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহজাহান সরকার, সদস্য সচিব মাজেদুর কবির মাজেদ, ছাত্রদল নেতা মারুফ, শাওন, রিফাত, সজীব, নুর, প্রান্ত, সেলিম ও একলাছ প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular