মহরম হাসান মাহিম,খুলনা।
ছোটবেলায় এলাকার অলিতে-গলিতে বন্ধুদের সঙ্গে টেপ টেনিস আর ফাইভ স্টার বলে ক্রিকেট নিয়ে মেতে থাকতেন সুজন। জাতীয় পর্যায়ে ক্রিকেটে খেলবেন- এমন কিছু স্বপ্নেও ভাবেননি। হুট করেই ২০২০ সালের দিকে টেপ টেনিসের একটি টুর্নামেন্টে ডাক পড়ে সুজনের । ওই টুর্নামেন্টই নজরে পড়েন জেলা কোচের। এরপর খুলনার ক্রিকেট একাডেমির দুই কোচ মোফাসিনুল ইসলাম তপু এবং ইকরামুল কবির লালুর তত্ত্বাবধানে শুরু হয় অনুশীলন। সেই থেকে ক্রিকেট বলের সঙ্গে পরিচয় এবং একটি একটি করে সিঁড়ি ভেঙে ডানহাতি এই ব্যাটার এখন বিশ্বমঞ্চে।
কৈশোরেই বাংলাদেশের কিংবদন্তি শান্তর ব্যাটুং স্বপ্নের মায়াঞ্জন এঁকে দিয়েছিল সুজনের চোখে।