অনলাইন সংকরণ-মোঃমিজানুর রহমান
আজ কোপা আমেরিকার কোয়ার্টারে ফাইনালেমুখোমুখি হয় ইকুয়েডর বনাম আর্জেন্টিনা। নির্ধারীত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র থাকায় ট্রাইবেকারে গড়ায় খেলা। ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে সেমি ফাইনালে পৌছে গেল মেসিরা।
ট্রাইবেকারে প্রথম শুট নেন মেসি। গোলকিপার মিস করলেও টপ বারে লেগে ট্রাইবেকার শুট থেকে গোল বঞ্চিত হয় মেসি। তবে কোনো রকম বিপদ হতে দেয়নি বাজ পাকি মার্টিনেজ। পর পর প্রথম দুই শুট ঠেকিয়ে দেন তিনি। আর এতেই সেমি ফাইনাল নিশ্চিত হয় আর্জেন্টিনার।
আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বৃহস্পতিবার কোপা আমেরিকা ২০২৪ এর কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে তার প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।
গোলটি আসে ৩৫তম মিনিটে, যখন লিওনেল মেসি কর্নার থেকে বলটি তুলে দেন। বলটি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মাথায় লেগে পিছনে থাকা মার্টিনেজের কাছে পৌঁছায়।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই সেন্টার-ব্যাক শক্তি দিয়ে বলটি জালে পাঠান। ইকুয়েডরের গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গেজ বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি আরামদায়কভাবে জালে চলে যায়।
প্রথমার্ধে আর কোনো দল গোল করতে পারেনি। বিরতিতে থেকে ফিরে আবার খেলা শুরু হয়েছে। ৯০ মিনিটে গোল শোধ করে ইকুয়েডর।
ফলাফল: আর্জেন্টিনা-১, ইকুয়েডর-১
ট্রাইবেকার ফলাফল: আর্জেন্টিনা-৪, ইকুয়েডর-২
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আগামীকাল তৃতীয় দল হিসেবে কোপা আমেরিকায় নিজেদের অভিষেক আসরে গ্রুপ পর্ব পেরিয়ে আসা কানাডার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। লাতিন আমেরিকা থেকে কখনও বিশ্বকাপে না খেলা একমাত্র দেশটি টানা তিন জয়ে হয়েছে ‘বি’ গ্রুপ সেরা।
কানাডা বনাম ভেনেজুয়েলার মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে যে দল জিতবে সেই দল সেমি ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। এখণ দেখার বিষয় সেমি ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে পায় আর্জেন্টিনা।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪