মোঃ আব্দুল বারীঃ
গতরাত আনুমানিক ৩ ঘটিকার সময় কাশিমপুর ৫নং ওয়ার্ড, শৈলডুবি, জি এম এস গার্মেন্টস এর পূর্ব পাশে সাংবাদিক আমজাদ হোসেনের ভাড়া বাসার সামনে মোঃ স্বপন মিয়ার দোকানে এই দুর্ঘটনা ঘটে।
দোকানের সামনের এক ভাড়াটিয়া মহিলা দোতলা বাসার বারান্দা থেকে তাকিয়ে দেখে দাও দাও করে আগুন জ্বলছে। মহিলার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে ডিবিএল গ্রুপের ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। এতে নগত দুই লাখ চল্লিশ হাজার টাকা ও দুইটি ফ্রীজ, একটি বড় এলইডি সহ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১৮ লাখ টাকা ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছেন দোকান মালিক মোঃ স্বপন মিয়া।
এ বিষয়ে ডিবিএল গ্রুপের ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আরিফুল হক জানান ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪