গাজীপুরে থেমে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাইমুন ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সাইমুন ইসলাম নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহাড়ী এলাকার শামসুল আলমের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই সোহাগ চৌধুরী জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে সেটি কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থেমে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাইমুন ইসলাম মারা যান। এ ঘটনায় ওই সিএনজিতে থাকা ৪ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।