Tuesday, December 24, 2024
Homeদুর্ঘটনাগোবিন্দগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক নিহত : গুরুতর আহত...

গোবিন্দগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক নিহত : গুরুতর আহত আরোহী স্ত্রী।

মো: রবিউল ইসলাম

ক্রাইম রিপোর্টার:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাস ও মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল চালক রতন মন্ডল (৩২) নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালক সে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে বড় জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া নামকস্থানে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে মোটরসাইকেল আরোহী নিহত ও মোটরসাইকেল চালক রতনের স্ত্রী হাজেরা বেগম (২৬) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মোটরসাইকেল চালিয়ে রতন মন্ডল স্ত্রীকে সাথে নিয়ে বগুড়া যাচ্ছিল। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর মুখী বাস (ঢাকা-মেট্রো-স ১১-০৭৫৭) এর সাথে বিপরীতমুখী মোটরসাইকেল (ঢাকা মেট্রো- ল ২৬-৮১১৮) এর মুখোমুখি সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।

RELATED ARTICLES

Most Popular