Sunday, December 29, 2024
Homeদুর্ঘটনাঝিনাইদহে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

ঝিনাইদহে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

কালিগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গায় মোটরসাইকেলে আখবোঝাই ট্রলির ধাক্কায় রানা হোসেন(২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বালিয়াডাঙ্গা-শিশুতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা হোসেন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মুনছুর আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন রানা হোসেন। বিপরীত দিক থেকে আসা আখবোঝাই ট্রলি তার মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় ট্রলিতে থাকা আখে লেগে রাস্তার ওপর পড়ে গেলে ট্রলির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রানা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেছেন, রানা হোসেন নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular