ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মিজানুর রহমান নামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পেশায় তিনি একজন ড্রাইভার,বা গাড়ি চালক।তিনি মিনি পিকাপ চালাতেন। জয়পুরহাটে কাচাঁমাল নিয়ে ভাড়ায় যান তিনি।
১৬ই জুলাই রোজ মঙ্গলবার বাড়ি ফেরার পথে লালন শাহ ব্রীজের উপর রাত ২টার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহী মেডিকেল কলেজের নেওয়ার পথে আনুমানিক রাত ৪টার সময় মৃত্যুবরণ করেন।
মিজানুর রহমান, ঝিনাইদহ মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।