মোঃ খলিলুর রহমান নবীনগর উপজেলা প্রতিনিধিঃ
আজ ২২/০৯/২০২৩ রোজ রবিবার বিকাল ৪ঃ৪৫ মিনিটে নবীনগর রাধিকা সড়কে ওয়ারুক নামক স্থানে মাইক্রোবাস ও সি এন জি মুখোমুখি সংঘর্ষে শুক্কুর খান( ৫৫) নামের এক জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়।
আজ বিকাল ৪ঃ ৪৫ মিনিটের সময় শুক্করখান ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ রোগীকে ডাক্তার দেখিয়ে নবীনগরে ফেরার পথে শিবপুর ইউনিয়নের ওয়ারুক নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শুকুরখানের লাশ নবীনগর সরকারি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে নবীনগর থানা হেফাজতে নেওয়া হয়েছে। আরেক জন বৃদ্ধ নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামের গুরুতর আহত সিদ্দিক মিয়াকে ৭৫কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করা হয়েছে।
মাইক্রো বাসের চালক লিটন ঘোষ (৪৫) কে আটক করে নবীনগর থানা হেফাজতে আনা হয়েছে।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪