রিপোর্টার -মোঃউসমান ফারুক-নালিতাবাড়ী
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকার কালাকুমা ও তাড়ানি গ্রামে একদল বন্যহাতি তান্ডব চালিয়ে বসতবাড়ি ও ঘরে থাকা আসবাবপত্র লন্ডভন্ড করেছে। শুক্রবার (২ আগষ্ট) রাতব্যাপী ওই এলাকায় বন্যহাতি তান্ডব চালায়। জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে ২৫ থেকে ৩০ টি বন্যহাতির তান্ডবে তারানি গ্রামের গারো আদিবাসী ব্রজমালা সাংমার একটি বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।ওই ঘরের ধানের গোলায় থাকা ৩০/৪০ মন খেয়ে সাবার করেছে। একই দিন কালাকুমা গ্রামের নামজুল হোসেনের বাড়িতেও তান্ডব চালায়। এসময় ঘরে থাকা ৪ মন চাল, ৫/৬ ধান ও বৈদ্যুতিক মিটারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়াও নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোশারফ হোসেনের ফল বাগানের বিদেশি জাতের ১৫/২০ টি নারিকেল ও আমগাছ খেয়ে এবং ভেঙে গুড়িয়ে দিয়েছে। ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের মাধ্যমে ক্ষতিপুরন দেওয়ার ব্যবস্থা করা হবে। নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোশারফ বলেন, বন্যহাতির অত্যাচার বন্ধে উপজেলা পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগীদের মাঝে মশাল জ্বালানোর জন্য ডিজেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে। তাছাড়া হাতি মানুষের দ্বন্ধ নিরসন ও এর স্থায়ী সমাধান করতে হলে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া হাতি সংকট সমাধান করা সম্ভব নয় বলে তিনি জানান।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪