উসমান ফারুক- নালিতাবাড়ী
নালিতাবাড়ীতে দ্রুতগামি ট্রাক অভারটেক করে আসার সময় মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় মারা গেছেন মোয়াজ্জেম হোসেন নামের এক যুবক। সাথে থাকা শামীম ও জাহিদ নামে আরও দুই আরোহী গুরতর আহত হয়েছেন।শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের অদূরে নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শেরপুরের চরজঙ্গলদী গ্রামের বাসিন্দা।
সূত্রমতে জানা যায় যে, শেরপুরের চর জঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেল যোগে নালিতাবাড়ীতে আসছিল। পথিমধ্যে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিল। একই সময় আরও একটি বিপরীতগামী ট্রাক অন্য ট্রাকটিকে অভার ট্রেকিং করে আসতে চাইলে মোটরসাইকেলের সামনাসামনি চলে আসে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সামনে একটি হাঁস পড়ে যায়। হাঁসটিকে বাঁচাতে আকস্মিক মোটরসাইকেলের ব্রেক কষলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম ঘটনাস্থলেই প্রাণ হারায়।
গুরুতর আহত হয় শামীম ও জাহিদ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদের শেরপুর সদর হাসপাতাল পাঠায় এবং নিহতকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। নিহত মোয়াজ্জেম চর জঙ্গলদী গ্রামের ছামাতুল্লাহর ছেলে।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, ঘাতক ট্রাকটিকে সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের স্বজনরা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪