Monday, December 23, 2024
Homeদুর্ঘটনানা‌লিতাবাড়ী ভোগাই নদী‌তে গোসল কর‌তে নে‌মে দুই ভাইয়ের মৃত্যু।

না‌লিতাবাড়ী ভোগাই নদী‌তে গোসল কর‌তে নে‌মে দুই ভাইয়ের মৃত্যু।

নালিতাবাড়ী প্রতি‌নি‌ধিঃ

শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলার ভোগাই নদীর পা‌নিহাটা এলাকায় বেড়া‌তে এসে নদী‌তে গোসল কর‌তে নে‌মে দুই ভাই নি‌খোঁজ হন। নি‌খোঁ‌জের তিন ঘন্টা প‌রে ডুবরী দল পা‌নি‌তে ডু‌বে যাওয়া দুই ভাইয়ে মর‌দেহ উদ্ধার ক‌রে। নিহত ইফতাখারুল ক‌রিম নিহান(১৯) ও এসএম সা‌জিত(১৩) সম্প‌র্কে দুজন মামা‌তো ভাই। সা‌জিত ময়মন‌সিং‌হের শহ‌রের হুমায়ুন ক‌বি‌রের ছে‌লে। ইফতাখারুল ক‌রিম ময়মন‌সিং‌হের হালুয়াঘাট শহ‌রের আহ‌মেদ আলীর ছে‌লে।

জামালপুর ফায়ার সা‌র্ভিস ও নিহ‌তের স্বজনরা জানায়, আজ শ‌নিবার দুপু‌রে হালুয়াঘাট থে‌কে নিহত দুই ভাইসহ প‌রিবা‌রের ১২ সদস‌্য নি‌য়ে না‌লিতাবাড়ী উপ‌জেলার পা‌নিহাটা এলাকায় বেড়া‌তে আসেন। এসময় ভারত থে‌কে নে‌মে আসা ভোগাই নদী‌ লক্ষী ঢোবা নামক স্থানে গোসল কর‌তে নে‌মে প‌ড়েন। এসময় ইফতাখারুল ও সা‌জিত সাতার না জানায় নদীর ভা‌টি‌তে ডু‌বে যায়। প‌রে স‌ঙ্গে থাকা লোকজন নদী‌তে খোঁ‌জে না পে‌য়ে এলাকাবা‌সি‌কে খবর দেন।

নি‌খোঁ‌জের তিন ঘন্টা পর জামালপুর থে‌কে ফায়ার সা‌র্ভিসের ডুবরী দল এসে ১০‌মি‌নি‌টের ম‌ধ্যে ডু‌বে থাকা দুই জ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে। এসময় লাশ দে‌খে স্বজনরা কান্নায় ভে‌ঙে প‌ড়েন। এসময় শত শত মানুষ নদীর পা‌ড়ে জড় হয়। ঘটনাস্থ‌লে রামচন্দ্রকুড়া বি‌জি‌বির টহল দল উপ‌স্থিত ছিল।নিহ‌তের চাচা ও মামা সোহরাব উদ্দিন ব‌লেন,আমার ভাইয়ের ছে‌লে ইফতাখারুল ও বো‌নের ছে‌লে সা‌জিত। ওরা সহ ১২জন বেড়া‌তে পা‌নিহাটা এসে‌ছিল। নদী‌তে গোসল কর‌তে না‌মলে সাতার না জানা দুই ভাই নদীর কু‌ড়ে ডু‌বে যায়। প‌রে ডুবুরী দল এসে দুই জ‌নের লাশ উদ্ধার ক‌রে‌ছে ব‌লে কান্নায় ভে‌ঙে প‌ড়েন।

জামালপুর ফায়ার সা‌র্ভিসের টিম লিডার মো.আবু বক্কর সি‌দ্দিক ব‌লেন,খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে এসে‌ছি। প‌রে ডুবরী দ‌লের একজন সদস‌্য পা‌নি‌তে ডু‌বে থাকা দুই ব‌্যক্তির মর‌দেহ উদ্ধার কার্য সম্পন্ন করেন।

না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো.ছা‌নোয়ার হো‌সেন ব‌লেন, নিহ‌তের লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

লাশ হস্তান্তরের সময় সিনিয়র পুলিশ সুপার ও উপস্থিত ছিলেন। এ ব‌্যাপা‌রে থানায় অপমৃত্যুর মামলা করা হ‌বে।

RELATED ARTICLES

Most Popular