Tuesday, December 24, 2024
Homeদুর্ঘটনাপলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার দুইযাত্রী নিহত

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার দুইযাত্রী নিহত

মো: রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার:

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে মাঝিপড়া এলাকায় পৌঁছলে বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুইযাত্রী নিহত হন।নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি সদরের তিনমাইল এলাকায়। অপর নিহতের (৪৫) নাম পরিচয় জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular