Monday, December 23, 2024
Homeদুর্ঘটনাব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত

মোঃ খলিলুর রহমান খলিলঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাঞ্চারামপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদ (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় বাঞ্চারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ আরও দুইজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ঐ তাইয়ান আহমেদ ফাহাদ বাঞ্চারমাপুর উপজেলার সদরের মো. হুমায়ুন মিয়ার ছেলে।

জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের দুই নেতা ফাহাদ ও লিটন মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে ব্রাহ্মণহাতা নামক স্থানে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলে চারজন আহত হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করে। আহত তিনজন সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

RELATED ARTICLES

Most Popular