মোঃ খলিলুর রহমান খলিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নের কালঘরা গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল মোতালিব মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সরে জমিনে গিয়ে দেখা যায় অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল মোতালেব মিয়ার বাড়ির পূর্ব পাশের আধাপাকা চার রুমের ঘরে বিদ্যুতের তার থেকে আগুন লেগে ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এতে অবসরপ্রাপ্ত সৈনিক মোতালেব মিয়ার ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মোতালেব মিয়া ও তার পরিবারের লোকজন কান্না জড়িত কন্ঠে বলেন আমাদের যে ক্ষতি হয়েছে আমরা তার কোনদিন পুষে উঠতে পারব কিনা জানিনা, ২৫ আগস্ট দুপুর আনুমানিক 2 ঘটিকার সময় অবসরপ্রাপ্ত সৈনিক মোতালিব মিয়া ও তার পরিবারের সভাই কে নিয়ে ভাত খাওয়ার সময় পাশের একটি রুম থেকে দোয়া বেরিয়ে আসছে তারা টের পেয়ে কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসেও রক্ষা করতে পারেনি।
পরবর্তীতে নবীনগরের ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু ততক্ষনে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪