Tuesday, December 24, 2024
Homeদুর্ঘটনাভোলার ইলিশা লঞ্চঘাটের ব্লকে ধস, দোকান ভেসে গেল স্রোতে।

ভোলার ইলিশা লঞ্চঘাটের ব্লকে ধস, দোকান ভেসে গেল স্রোতে।

  • নিজস্ব প্রতিবেদক,
  • ভোলা জেলা শহররক্ষা বাঁধের ইলিশা লঞ্চঘাট এলাকার প্রায় ৫০ হাত ব্লক ধসে পড়েছে। এ সময় ব্লকের ওপরে থাকা একটি দোকান মেঘনা নদীতে তলিয়ে গেছে।
  • সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ধসের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
  • হঠাৎ ব্লক ধসের ঘটনায় ঘাট এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
  • প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটা শুরু হয় সন্ধ্যার দিকে,এ সময় কিছু ব্লক নিচের দিকে দেবে যায়। পরে রাতে নদীতে হঠাৎ করেই ইলিশার তালতলি লঞ্চঘাটে প্রায় ৫০ হাত ব্লক ধসে পড়ে। ব্লকের উপড়ে থাকা একটি চায়ের দোকান তলিয়ে যায়। ঘাট এলাকার ২০টি দোকান একটি মাছঘাট হুমকির মুখে পরে বলে জানান স্থানীয়রা। হুমকির মুখে থাকা ঘাটের দোকানগুলো রাতেই সরিয়ে নেয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ঝুঁকিপূর্ণ ওই এলাকা থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও লঞ্চঘাট অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। নদীর পাড়ে বসানো ব্লকগুলো নিচের দিকে দেবে স্থায়ী হবে। তবে এখন পর্যন্ত যেটুকু ধসেছে তাতে ঝুঁকির সংখা কম। আরও ধসে পড়লে বাঁধের ক্ষতি হতে পারে বলে মনে করেন তিনি।
RELATED ARTICLES

Most Popular