মো: রবিউল ইসলাম
ক্রাইম রিপোর্টার:
গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে সাহাপাড়া সংলগ্ন নতুন বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১।
এসময় আহত হয়েছে আরো দুজন।
নিহত জাহেরা বেগম(৫৫) আহত সৈয়দ আলীর স্ত্রী ও জামালপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার পুত্র বধু।
৬ মে সোমবার রাত্রি ১১ টার দিকে এ দূর্ঘটনাটা ঘটে।
জানা যায়,রংপুর পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আব্দুল এর পুত্র সৈয়দ আলী রাত্রি ১০ ঘটিকায় দিকে মেয়ে, স্ত্রী, নাতি কে নিয়ে ভ্যান চালিয়ে ধাপেরহাট বাসস্ট্যান্ডে এসে রাত্রি ১০.৪৫ ঘটিকায় মেয়েকে ঢাকার বাসে উঠে দিয়ে ভ্যান যোগে নাতি স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরার সময় আন্ডার পার্সের টার্নড পয়েন্ট এসে রাস্তা পারাপারের সময় আন্ডার পার্সের উপর দিয়ে দ্রুত ঢাকাগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।এতে সিটকে পড়ে ঘটনা স্হলেই নিহত হয় ভ্যান চালক সৈয়দ আলীর স্ত্রী জাহেরা(৫৫)। এ-সময় আহত হয় সৈয়দ আলী(৬০) নিজে ও নাতি মানিক(৭)। স্হানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে রংপুর পীরগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়।সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর মিয়া।উপস্থিত হয় পলাশবাড়ী ও পীরগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেন কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা শঙ্কা মুক্ত নয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪